ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে আসবেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার

ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার চলতি মাসে বাংলাদেশ সফরে আসবেন। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সেলেওকাদের হয়ে বিশ্বকাপে খেলা এই তারকার দেশে আসার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দীন।

বঙ্গবন্ধু গোল্ড কাপের অন্যতম আকর্ষণ হিসেবে বাংলাদেশে আসবেন সিজার। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই কিংবদন্তি ফুটবলারকে ঢাকায় আনার পরিকল্পনা জানিয়েছিল বাফুফে। সেই ধারাবাহিকতায় সাবেক ইন্টার মিলান ও ফ্লেমেঙ্গো গোলরক্ষককে আনা হচ্ছে।

আগামী ২২ জানুয়ারি বিকালে ঢাকায় পৌছাবেন সিজার। এ বিষয়ে কাজী সালাউদ্দীন জানান, ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ ভিন্ন মাত্রা দিতে চাইছি আমরা। তার জন্য প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় তারকা খেলোয়াড় আনতে যাচ্ছি। তিনি হচ্ছেন ব্রাজিলের জুলিও সিজার। আমাদের বিশেষ অতিথি। ঢাকায় আসবেন ২২ জানুয়ারি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন