ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার প্রাইজমানি দেবেন মিরাজ

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে অলরাউন্ড পারফরম্যান্সে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এই পুরস্কার বাবদ ৫ লাখ পাকিস্তানি রূপি জিতেছেন। এই অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিকশাচালক পরিবারকে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতে মিরাজ ঘোষণা দেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের বাইরে প্রথম সিরিজ সেরা হতে পেরে ভালো লাগছে। সবাই জানেন বাংলাদেশে কিছু সমস্যা হয়েছে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান। তার পরিবারকে আমি এই অর্থটা দিতে চাই।’

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দু’টি ফিফটিতে ১৫৫ রান করেছেন মিরাজ। তার দুটি ইনিংস ছিল ৭৮ এবং ৭৭ রানের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন। পরে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। দুই টেস্ট মিলিয়ে বল হাতে মিরাজ শিকার করেছেন ১০ উইকেট।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন