ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ানো হয়েছে বিবিপিএল এর ফাইনালের টিকিট মূল্য

বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনাল ম্যাচের টিকেটের মূল্য। বুধবার ১৫ জানুয়ারি ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকা অনুযায়ী বেড়েছে সকল ধরনের টিকিটের মূল্য।

এদিকে ক্রিকেটপ্রেমীদের বিবিপিএল আসরের শুরু থেকেই টিকিটের মূল্য নিয়ে অসন্তোষ ছিল। দাম না কমিয়ে বরং ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে বিসিবি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু গোল্ডকাপে হার দিয়ে শুরু বাংলাদেশের

ইস্টার্ন গ্যালারি মূল্য ২০০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ফাইনালের জন্য করা হয়েছে ৩০০ টাকা। নর্থ ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা থেকে করা হয়েছে ৭০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য দুই হাজার থেকে করা হয়েছে তিন হাজার টাকা।

বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে জিটিভি থেকে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন