ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

শেষ মুহূর্তে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৪শে জানুয়ারি শুরু হয়ে ৯ই এপ্রিল পর্যন্ত চলবে সিরিজটি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।

সফরসূচির হিসেব অনুযায়ী তিনটি টি-২০ ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে ২৪শে জানুয়ারি, দ্বিতীয় টি-২০ হবে ২৫শে জানুয়ারি আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭শে জানুয়ারি।

এরপর ৭ থেকে ১১ই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। রাজধানী করাচিতে ৫ থেকে ৯ই এপ্রিল টাইগাররা খেলবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এছাড়া, দুই টেস্ট ম্যাচের বিরতিতে তেসরা এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে ম্যাচটি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মনি। আইসিসির বৈঠকেই বিসিবি এবং পিসিবি সভাপতি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সমঝোতা করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন