ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালভার্দে বরখাস্ত, বার্সার নতুন কোচ সেঁতিয়েন

মৌসুমের মাঝ সময় এসে কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করল বার্সেলোনা। ইতিমধ্যে আড়াই বছরের চুক্তিতে ৬১ বছর বয়সী সাবেক রিয়াল বেটিসের বস কিকে সেতিয়েনকে মেসি-সুয়ারেজদের কোচের দায়িত্ব দিয়েছে কাতালান জায়ান্টরা। 

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাত ৪টায় স্প্যানিশ কোচ সেতিয়েনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

সোমবার রাতে বরখাস্তের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, বার্সেলোনা ও আর্নেস্তো ভালভার্দের পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বার্সায় ভালভার্দেকে তার পেশাদারিত্ব, তার দায়বদ্ধতা, ক্লাবের প্রতি নিজেকে উৎসর্গ করায় তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। আগামী দিনগুলোর জন্য তার প্রতি শুভ কামনা থাকল।

অ্যাথলেটিক বিলবাও ছেড়ে ২০১৭ সালে ক্যাম্প ন্যু’র দায়িত্ব নেওয়ার পর গত মৌসুমে বার্সেলোনাকে দুটি কাপ ও লিগ শিরোপা এনে দিয়েছেন ভালভার্দে।

সর্বশেষ সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। এদিকে গত দুই আসরে চ্যাম্পিয়ন লিগের নক আউট থেকে বিদায় নেওয়ায় বার্সার কোচ ভালভার্দের চেয়ার ভেঙে যায় বলে ধারণা করা হচ্ছে। যদিও চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সূত্র: গোলডটকম

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন