দেশের কয়েকটি জেলায় নতুন ক্রিকেট গ্রাউন্ড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ওপর চাপ কমাতেই এমন উদ্যোগ বিসিবির।
রবিবার বোর্ড পরিচালকদের সঙ্গে বার্ষিক সভা শেষে করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আমাদের মাঠের সঙ্কট মেটাতে এই পরিকল্পনা হাতে নিয়েছি। সিলেট,বরিশাল,ময়মনসিংহ ও কেরানীগঞ্জে মাঠ নির্মাণের পরিকল্পনা করছি আমরা।’
শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই আয়োজন করতে হয় সব আন্তর্জাতিক সিরিজ এমনকি প্রিমিয়ার লিগের ম্যাচও। তাই নিয়মিতই অসন্তোষ দেখা যাচ্ছে শেরে বাংলার আউটফিল্ড নিয়ে। এছাড়াও চট্টগ্রাম ও সিলেটের মতো ভালো রানের দেখা পাওয়া যায় না হোম অব ক্রিকেটে। তাই বিসিবি এই পরিকল্পনা হাতে নিয়েছে হোম অব ক্রিকেটের ওপর থেকে চাপ কমাতে।
বিসিবি সভাপতি আরও জানান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮টি মাঠের মধ্যে দুটি মাঠ নিয়ে নিচ্ছে বিসিবি। বেশ ভালো কাজ হচ্ছে সিলেট আউটার স্টেডিয়ামও। সিলেটে প্রথম শ্রেণীসহ অনেক খেলা চালাতে পারব। বরিশাল স্টেডিয়ামেও খেলা আয়োজন করবো কিন্তু স্টেডিয়ামের আরও কিছু উন্নয়ন করতে হবে আগে। এছাড়া আমরা একটি মাঠ তৈরি করছি কেরানীগঞ্জে, সেটার কাজ শেষ হলে সেখানেও অনেক খেলার আয়োজন করতে পারব।
আনন্দবাজার/এস.কে