ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

বিশ্বকাপে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

শিরোপার লড়াইয়ে ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে বড় পুঁজি তুলতে পারেনি ভারত। তবে মাঝারী লক্ষ্য দিয়েও শুরুতে অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলে দিয়েছিল তারা। পাওয়ার প্লেতেই তুলে নেয় তিন উইকেট। তাও দলীয় ৪৭ রানে। কিন্তু স্বাগতিকদের গল্প এইটুকুই। বাকীটা লিখেন ট্রাভিস হেড। সঙ্গী হিসেবে পান মার্নাস লাবুশেনকে। অসাধারণ এক সেঞ্চুরি তুলে অজিদের জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে আউট হন এই ওপেনার।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে অজিরা।

শুরুটা এদিন চেনা রূপেই করেছিলেন হেড। প্রথম ওভারেই দুটি চার। কিন্তু পরের ওভারে ওয়ার্নার আউট হয়ে গেলে দেখেশুনে খেলতে শুরু করেন। এরপর মিচেল মার্শ ও স্টিভ স্মিথের বিদায়ে তো আরও কোণঠাসা হয়ে যান। এক পর্যায়ে ৪০ বলে ছিল ২৮ রান। তবে ধীরে ধীরে খোলস খুলে শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৭ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হন এই ব্যাটার। ১৫টি চার ও ৪টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

লাবুশেনও দারুণ ইনিংস খেলেছেন। হেডের সঙ্গে ২১৫ বলে ১৯২ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ১১০ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

ভারতের পক্ষে ৯ ওভার বল করে ৪৩ রানের খরচায় ২টি উইকেট পান জাসপ্রিত বুমরাহ। একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৪০ (রোহিত ৪৭, শুবমান ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, সূর্যকুমার ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদিপ ১০, সিরাজ ৯*; স্টার্ক ৩/৫৫, হ্যাজলউড ২/৬০, ম্যাক্সওয়েল ১/৩৫, কামিন্স ২/৩৪, জ্যাম্পা ১/৪৪, মার্শ ০/৫, হেড ০/৪)।

অস্ট্রেলিয়া: ৪৩ ওভারে ২৪১/৪ (ওয়ার্নার ৭, হেড ১৩৭, মার্শ ১৫, স্মিথ ৪, লাবুশেন ৫৮, ম্যাক্সওয়েল ২; বুমরাহ ২/৪৩, শামি ১/৪৭, জাদেজা ০/৪৩, কুলদীপ ০/৫৬, সিরাজ ১/৪৫)।

ফলাফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।

সংবাদটি শেয়ার করুন