ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ৩৮ ম্যাচে অপরাজিত লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক জয়ে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে লিভারপুল। অলরেডদের শিরোপা জয় এখন যেন সময়ের ব্যাপার মাত্র। গতকালও টটেনহাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে এক নজর কাড়া ফুটবল ম্যাচের উপহার দেয় সালাহ-মিনো-মানে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে শুরু করে ইউর্গেন ক্লপের শিষ্যরা।

৩৭তম মিনিটে টটেনহামকে আর বাঁচাতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো। মোহামেদ সালাহর ছোট পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে অলরেডদের লিড এনে দেয় ফিরমিনো। চলতি আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ৭তম গোল। এরপর আর কোনও দল জালের দেখা না পাওয়া ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

গতকলের জয়ের পর ২১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে রয়েছে ক্লপের শিষ্যরা। অর্থাৎ ৬৩ পয়েন্টের মধ্যে ৬১ পয়েন্টই পেয়েছে লিভারপুল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এমন নজির গড়তে পারেনি কোনো দলই। সব মিলিয়ে লিগে টানা ৩৮ ম্যাচে অপরাজিত রয়েছে লিভারপুল।

দিনের আরেক ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নরউইচ সিটির বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে লন্ডনের ক্লাব চেলসি। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি ২-১ গোলে হেরেছে সাউদাম্পটনের বিপক্ষে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন