ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড ম্যাক্সওয়েলের

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড ম্যাক্সওয়েলের

বিশ্বকাপে রানখরায় ভুগতে থাকা গ্লেন ম্যাক্সওয়েল যেন ঝড় তুললেন দিল্লির পিচে। নেদারল্যান্ডসের বোলারদের উপর আজ শুরু থেকেই চড়াও হওয়া অস্ট্রেলিয়ার ব্যাটারদের যেন পূর্ণতাই দিলেন ম্যাক্সওয়েল।

ডাচ বোলারদের কচুকাটা করে মাত্র ৪০ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার (২৫ অক্টোবর) নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অজি ব্যাটাররা।

শুরুতে ডেভিড ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি। ওয়ার্নারের সেঞ্চুরির পর ২৯০ রানে ৬ উইকেট নিয়ে নেদারল্যান্ডস যে স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল, তা সব ম্যাক্সওয়েলের ৪৪ বলে ১০৬ রানের ইনিংসে উড়ে গেছে। অজিরা সেই দুই সেঞ্চুরিতে পেয়ে গেছে ৩৯৯ রানের পাহাড়সম পুঁজি।

ইনিংসের একেবারে শেষ দিকে ৮টি ছয় এবং ৯টি চারের সমন্বয়ে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি

  • গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল
  • এইডেন মার্করাম-৪৯ বল
  • কেভিন ও ব্রায়ান -৫০ বল
  • গ্লেন ম্যাক্সওয়েল -৫১ বল
  • এবি ডি ভিলিয়ার্স -৫২ বল

সংবাদটি শেয়ার করুন