ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অকস্মাৎ দেশে ফিরলেন সাকিব, কিন্তু কেন?

অকস্মাৎ দেশে ফিরলেন সাকিব

গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৮২ রান করার পর তারা ম্যাচ জিতেছে ১৪৯ রানে।

গত ২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতো পারফর্ম করলেও এবারের বিশ্বকাপে নিজের জাত চেনাতে পারছেন না সাকিব। সবশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তিনি ছিলেন একেবারেই নিষ্প্রভ। যে কারণে ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ সাকিব সমালোচনারও শিকার হচ্ছেন বেশ।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই আজ সকালে হঠাৎ করেই ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। দুপুরে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নিবিড় অনুশীলন করেন তিনি।

জানা গেছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে নিজের ফর্ম ফিরে পেতে গুরু সালাউদ্দিনের শরণাপন্ন হয়ছেন সাকিব। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনেই নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগের দিন দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এদিকে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আজই কলকাতায় আসার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

সংবাদটি শেয়ার করুন