ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল ও করিম বেনজামা দলে না থাকায় ভেঙ্গে পড়েছিল রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। তবে সেই আক্রমণভাগের দুর্বলতাকে কাটিয়ে স্প্যানিশ সুপার কাপের সেমিফনালে জয় পেয়েছে রিয়াল। গতকাল রাতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জিদান শিষ্যরা।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে লস ব্লাঙ্কোরা। ম্যাচের শুরু থেকেই দর্শকদের আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জিনেদিন জিদানের দল।
ম্যাচের ১৫তম মিনিটে টনি ক্রুসের নৈপুণ্যে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। প্রথমার্ধের গোছালো আক্রমণে ৩৯তম মিনিটে ডান পায়ের দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের গতি বজায় রাখে দলটি। ৬৫তম মিনিটে কর্নার থেকে আসা বল বেশ নৈপুণ্যের সঙ্গে ভ্যালেন্সিয়ার জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন লুকা মাদ্রিচ।
ম্যাচের একবারে শেষের দিকে অর্থাৎ অতিরিক্ত সময়ের দ্বিতীয় তম মিনিটে ডি-বক্সে সার্জিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টির বাশি বাঁজান রেফারি। এরপর স্পট কিকে ভ্যালেন্সিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন দানি পারেহো।
বৃহস্পতিবার সৌদিতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। আগামী ১২ জানুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আনন্দবাজার/এম.কে




