বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানি বোলারদের দেয়া লজ্জার ঝাল মেটালো আফগানিস্তান!

পাকিস্তানি বোলারদের লজ্জার ঝাল মেটালো আফগানিস্তান!

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২০১ রানের জবাব দিতে নেমে ৫৯ রানে অলআউট। ২০ ওভারও খেলতে পারেনি আফগানিস্তান। পাকিস্তানি বোলারদের তোপে রীতিমত লজ্জায় পড়েছিলেন আফগান ব্যাটাররা। ম্যাচটি ১৪৬ রানের বড় ব্যবধানে হারে আফগানরা।

আজ (২৪ আগস্ট) হাম্বানটোটায় একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন আফগান ব্যাটাররা। আগের ম্যাচে নাকাল হওয়ার ঝাল মেটাচ্ছেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান।

এই দুই ওপেনার ব্যাট করতে নেমে বিনা উইকেটেই ২২৭ রান পার করে ফেলেছেন। ৫০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩০০ রান।

গুরবাজ ১৫১ বলে ১৫১ রান করেন, আর ইব্রাহিম জাদরান ৮০ (১০১) রান করতে সক্ষম হন। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৫৮ রান খরচায় ২ উইকেট তুলে নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত খেলার মধ্যবিরতি চলছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কোয়ারেন্টাইনের জন্য মিরপুর স্টেডিয়াম দিতে প্রস্তুত বিসিবি

সংবাদটি শেয়ার করুন