ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে লজ্জার রেকর্ড গড়লো সিলেট

ইতিহাস তো তাই বলে সবচেয়ে খারাপ ফল নিয়ে বিপিএল এর আসর শেষ করল সিলেট থান্ডার। ১২ ম্যাচ খেলে এক জয়ে মাত্র দুই পয়েন্ট জমা করেছে সিলেট।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। আজ যদি কোনো ভাবে ম্যাচটা জিতে যেত তাহলে হয়তো এমন বিব্রতকর রেকর্ড গড়তে হতো না সিলেট থান্ডারের।

হাত বদল হয়েছে ফ্র্যাঞ্চাইজির, একই সঙ্গে বদল হয়েছে খেলোয়াড়ের তবুও বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলোর মুখ দেখেনি থান্ডার। আজকের ম্যাচেও কুমিল্লার কাছে হেরেছে ৫ উইকেটে। আর এই হার দিয়ে বিপিএলের ৭ আসরের মধ্যে সবচেয়ে বাজে পারফর্ম করল দলটি। সিলেট রয়্যালস এর আগে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসকে সঙ্গে নিয়ে এক আসরে ২টি করে ম্যাচ জিতে লজ্জার রেকর্ড করে ছিল।

তবে এতদিন দুই ম্যাচে সীমাবদ্ধ থাকলেও এবারের আসরে সেসব রেকর্ডও ভেঙ্গে দিয়েছে সিলেট থান্ডার। দলের এমন বাজে পারফর্ম্যান্সের কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক আন্দ্রে ফ্লেচার খুবই হতাশ হযেছেন।

যদিও এর জন্য দুষছেন দলের কম্বিনেশনকে, যেখানে ব্যাটিং, বোলিং কিংবা ফ্লিডিং কোনও ক্ষেত্রেই ভালো কিছু করতে না পারার কারণে এমন হতশ্রী পারফর্ম হয়েছে বলে, জানিয়েছেন আন্দ্রে ফ্লেচার।

 

আনন্দবাজর/এম.কে

সংবাদটি শেয়ার করুন