অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের কাছে রেকর্ড তো ডালভাত সেই কবে থেকেই। আজ (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরও একটি অনন্য মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই ম্যাচে মাঠে নামার আগে নতুন মাইলফলক ছুঁতে ২৯ রান দরকার ছিল সাকিবের। কী সেই মাইলফলক? আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রান।
সাকিব আজ ৩৯ রান করেছেন। ফলে ঢুকে পড়েছেন তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের ক্লাবে। অন্যদিকে সাকিব তো বল হাতে তিন ফরম্যাট মিলিয়ে ৬০০ উইকেট নিয়েছেন সেই কবে! এখন তার নামের পাশে ৬৭৪ উইকেট।
এতে করে নতুন আরেকটি ক্লাবের জন্ম দিয়েছেন সাকিব। যে ক্লাবে তিনি শুধু একাই। তিন ফরম্যাটে ১৪ হাজার রানের সঙ্গে ৬০০ উইকেট পাওয়া বিশ্বের একমাত্র অলরাউন্ডার সাকিব।
এবারই অবশ্য প্রথম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১২ ও ১৩ হাজার রান ও ৬০০ উইকেট- এ দুটি ক্লাবেও সাকিবের সঙ্গে আগে কেউ ছিল না।
আনন্দবাজার/শহক