বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাতে বিসিবির জরুরি বৈঠক

রাতে বিসিবির জরুরি বৈঠক, বৈঠক শেষে রাত ১১টায় তামিমের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিসিবি

বাংলাদেশ ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালের ফিটনেস ইস্যু অনেকদিন ধরেই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও সেটা ঘুরেফিরে আসছিল বারবার। তবে খানিকটা ‘আনফিট’ হয়েই আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তামিম।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তামিমের আনফিট অবস্থায় খেলা সমালোচনার সৃষ্টি করেছে বেশ। হেড কোচ থেকে শুরু করে খোদ বিসিবি প্রেসিডেন্টও ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্যাপারে। ম্যাচও হেরেছে টাইগাররা। আর সেই ম্যাচ হারার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম।

তামিমের অবসরের বিষয়টা ছিল বেশ অপ্রত্যাশিত। অধিনায়কের এমন সিদ্ধান্তের ব্যাপারে জানতেন না বোর্ডের তেমন কেউই। তাই তারকা ক্রিকেটারের অবসর ইস্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিসিবি।

এ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বৈঠক শেষে রাত ১১টায় তামিমের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে বিসিবির।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফেরি উদ্ধারে আসলো রুস্তম

সংবাদটি শেয়ার করুন