ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজ

ব্যাটে-বলে ২০২২ মৌসুমটা দারুণ কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর সে নৈপুণ্যের ফল হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন এই টাইগার অলরাউন্ডার। ২৪ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে মিরাজ করেছেন ৩৩০ রান।

২০২২ মৌসুমে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ২৯ রান দিয়ে ৪উইকেট। ৬৬ গড়ে ৩৩০ রানও করেছেন, যেখানে ছিল সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। তবে, মিরাজ ছাড়া ঘোষিত এই ওয়ানডে একাদশে বাংলাদেশের আর কেউই জায়গা পাননি।

এছাড়া এ তালিকায় ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল

বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন