অভিষেক টেস্টে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন জাকির হাসান। চলতি বিপিএলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত খেলে চলেছেন এই টাইগার অপেনার।
ফরচুন বরিশালের বিপক্ষে গতকাল ১৮ বলে ৪৩ রানের এক বিধ্বংসী এক ইনিংস খেলেছেন জাকির। ম্যাচ জয়ে রেখেছেন বড় এক অবদান।
এমন দুর্দান্ত ব্যাটিং অবশ্য মনে ধরেছে সিলেট দলের পেস বোলিং কোচের দায়িত্বে থাকা সাবেক টাইগার পেসার নাজমুল হোসেনের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোববার এই পেস বোলিং কোচ জানিয়েছেন জাকির ৩ ফরম্যাটেই ক্রিকেট খেলতে প্রস্তুত।
তিনি বলেন, ‘অসাধারণ ব্যাটিং করছে, যা আসলে বলা বাহুল্য। আমি যেমন জাতীয় লিগে ২-৩ বছরে দেখছি যেহেতু সিলেট ডিভিশনে সে খেলছে ও কিন্তু ওর ব্যাটিং নিয়ে খুবই কনসার্ন। ও চাইছে ৩ ফরম্যাটেই যেন ক্রিকেটটা খেলতে পারে। আমি আলাদাভাবে ওর সাথে অনেকদিন কথা বলেছি শুনেছি ওর প্লান কি। ও যেটা বলেছে যে সে তিন ফরম্যাটেই খেলতে চাই। ও সেভাবেই নিজেকে তৈরি করছে। আরেকটা প্লাস পয়েন্ট হতে পারে যেহেতু ভারতের সাথে তার জন্য টেস্ট ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। এবং সেখানে ভালো খেলাতে তার জন্য ওর একটা কনফিডেন্স কাজ করেছে। ওভারওয়াল আমি মনে করি ওর কনফিডেন্স লেভেলের কারণেই ভালো খেলা হয়েছে।’
টি-টোয়েন্টিতে জাকির বাংলাদেশ দলের বড় সম্পদ হবে কিনা এমন প্রশ্নে নাজমুল বলেন, ‘অবশ্যই কালকে সে যে ইনিংসটা খেলছে, এরকম ইনিংস আসলে চেজিং ম্যাচে ঘরোয়া আসরে খুব কম দেখেছি যা জাকির কালকে করেছে। আমাদের ম্যাচের যে মোমেন্টাম ছিল ওর ইনিংসটা অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। আমি আশা করব যেহেতু ওই মোমেন্টাম যদি জাকির ধরে রাখতে পারে তাহলে সে বড় একটা সম্পদ হতে পারে।’
আনন্দবাজার/কআ