শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফুটবলের রাজা’ পেলের মৃত্যুতে তারকা ফুটবলাররা যা বলেছেন

'ফুটবলের রাজা' পেলের মৃত্যুতে তারকা ফুটবলাররা যা বলেছেন

ফুটবলের রাজা খ্যাত পেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর শুনার পর থেকেই সারাবিশ্বে ছড়িয়ে থাকা অগণিত ভক্তরা সামাজিক যোগযোগ মাধ্যমে বার্তা দিয়ে শোক পালন করছেন। আবেগঘন বার্তা দিয়েছেন রোনালদো-মেসি-নেইমারসহ অনেক তারকা ফুটবলার।

পেলের সঙ্গে সাদাকালো একটি ছবি শেয়ার করে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অ্যারান্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারের জন্য। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে, তা প্রকাশ করা যায় না। লাখো মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। অতীত বর্তমান এবং সর্বকালীন ক্ষেত্রেই তিনি দৃষ্টান্ত।’ রোনালদো আরও লেখেন, ‘যে ভালোবাসা তুমি আমায় দিয়েছ, সেটা আমার জীবনে ফুটে ওঠেছে প্রতিটি মুহূর্তেই। তুমি কখনো বিস্মৃত হবে না। তুমি অবিস্মরণীয় এবং তোমার স্মৃতি চিরকাল আমাদের ফুটবলপ্রেমীদের মধ্যে থেকে যাবে। শান্তিতে ঘুমাও, সম্রাট পেলে।’

পেলের উত্তরসুরি নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথাও এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্প এবং বিনোদনে পরিণত করেছেন।’

বিশ্বকাপ জেতা মেসিকে মাত্র ১২ দিন আগে পেলে অীবনন্দন বার্তা দিয়েছিলেন। পেলেকে নিয়ে ফেসবুকে ছোট্ট এক বার্তা দিয়ে মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, পেলে।’

ব্রাজিলিয়ান ক্যাসেমিরো বলেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’

আরও পড়ুনঃ  টাইগারদের নতুন বোলিং কোচ অ্যাডামস, ব্যাটিং কোচ হ্যাম্প

পোলিশ তারকা লেওয়ান্ডোভস্কি ফেসবুকে লেখেন, স্বর্গ একটি নতুন নক্ষত্র পেল, আর ফুটবল দুনিয়া হারাল একজন নায়ককে। এছাড়াও আর্লিং হালান্ড, ইংলিশ ফুটবলার হ্যারি কেইন, সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম ও ওয়েইন রুনির মতো তারকারাও পেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন।

এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন৷ তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা।’

ইংলিশ খেলোয়াড় রাহিম স্টার্লিং লিখেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’ ওয়ালসের তারকা গ্যারেথ বেল লিখেছেন, ‘যার কারণে আমরা অনেকেই ফুটবলকে ভালোবাসি। শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

ফুটবলাররা ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আরও অনেকেই পেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূইঁয়া ছাড়াও ক্রিকেটার তাসকিন ও আতহার আলীসহ দেশের ক্রিকেটাঙ্গনের অনেকেই পেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন