আগামী মার্চে ইংল্যান্ডের সাথে হোম সিরিজের আগেই টাইগারদদের প্রধান কোচ ঠিক হয়ে যাবে বলে বুধবার (২৮ ডিসেম্বর) জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশান্স চেয়ারম্যান জালাল ইউনুস।
নতুন কোচ কে হবেন তা নিয়ে আলাপ আলোচনা চলছে। তবে কে দায়িত্ব নেবে এখনই নাম উল্লেখ করতে চান না বিসিবির ক্রিকেট অপরাশেন্সের এই কর্মকর্তা।
তিনি বলেন, নতুন কোচ কে হবেন অবশ্যই দেখতে পাবেন। ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজের আগে এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। তবে ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। ফাইনাল হলেই ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।’
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বিসিবিকে মেইল করে চাকরি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছিলেন ডমিঙ্গো। বুধবারই বিসিবির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। জালাল ইউনুস জানান, ডমিঙ্গো পদত্যাগের কোনো কারণ দেখায়নি। বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে।
আনন্দবাজার/কআ