বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ক্রিকেটে এবার যুক্ত হচ্ছে পারফরম্যান্স ম্যানেজার

ক্রিকেটে এবার যুক্ত হচ্ছে পারফরম্যান্স ম্যানেজার

বাংলাদেশ ক্রিকেটে এবার যুক্ত হতে যাচ্ছে পারফরম্যান্স ম্যানেজার। অনেকেই প্রধান কোচ, সহকারী কোচ, টিম লিডার, টিম ম্যানেজার কিংবা লজিস্টিক ম্যানেজার এসব পদ সম্পর্কে অবগত রয়েছেন। একইসঙ্গে বোলিং কোচ বা ফ্লিডিং কোচ সম্পর্কেও সকলেরই জানা। তাহলে প্রশ্ন আসতে পারে পারফরম্যান্স ম্যানেজারের কাজ কি?

বুধবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বাংলাদেশের ক্রিকেটের সার্বিক বিষয় চিন্তা করা এবং এ নিয়ে কাজ করাই হবে এই পদের দায়িত্ব।

ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান বলেন, ‘আমাদের পূর্বেই পরিকল্পনা ছিল টি-টোয়েন্টিতে আলাদা কোচ রাখবো। বোর্ড প্রেসিডেন্টও আগে এটা বলেছেন। উনি এটাও বলেছেন লম্বা সময় চিন্তার জন্য, কোচিং সিস্টেমটা একটা ট্র্যাকে আনার জন্য পারফরম্যান্স ম্যানেজার বা ডিরেক্টর এমন নিয়োগ দেবে। সে বাংলাদেশের পুরো ক্রিকেটট নিয়ে কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘পারফরম্যান্স ম্যানেজার আমাদের ক্রিকেটকে সামনে এগোনোর পথও দেখিয়ে দেবে। লম্বা সময়ের জন্য পরিকল্পনা দেবে যে এই ট্র্যাকে চলা উচিত। সে ধরনের হাই পারফরম্যান্স ডিরেক্টর নিয়োগ দেওয়ার চিন্তা আছে, বোর্ড প্রেসিডেন্ট এটা নিয়ে চিন্তা করছেন। কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। আলাদা কোচের কার কী ভূমিকা হবে সেটাও ঠিক করা হবে।’

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পছন্দের ক্রিকেট সামগ্রী নিলামে তুলবেন মাশরাফি

সংবাদটি শেয়ার করুন