বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

টিমের নির্বাচক হয়েই আফ্রিদির চমক, বাদ রিজওয়ান!

টিমের নির্বাচক হয়েই আফ্রিদির চমক, বাদ রিজওয়ান!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন শহিদ আফ্রিদি। তবে দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন বদলে দিতে চান দলকে। তারই প্রমাণ দিলেন সাবেক এই অধিনায়ক। পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় তারকা মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিলেন একাদশ থেকে। বদলে দলে আনলেন সাবেক পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে।

সম্প্রতি পাকিস্তান ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের কাছে। সেই সিরিজ বাদ দিলেও রিজওয়ান চলতি বছর একটা বড় সময় ধরে আছেন অফ ফর্মে। ব্যাট হাতে শেষ ১২ ইনিংসে পাননি ফিফটির দেখা। নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে পাকিস্তান বেশ কিছু দিন ধরেই আছে তোপের মুখে। বাবর আজমের অধিনায়কত্ব পড়ে গিয়েছিল হুমকির মুখে। দলের সবার পারফর্ম্যান্স নিয়েও সমালোচনা হয়েছে বার বার।

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেই দলে নেই রিজওয়ান। তার বদলে এসেছেন আরেক উইকেটরক্ষক সরফরাজ আহমেদ, যিনি ২০১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান করে প্রথম দিন শেষ করে।

বাবর আজম ২৭৭ বল খেলে ১৬১ রানে অপরাজিত রয়েছেন। সরফরাজ আহমেদ ১৫৩ বল খেলে ৮৬ রান করতে সমর্থ হন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে পাকিস্তান-জিম্বাবুয়ের সিরিজ

সংবাদটি শেয়ার করুন