সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনালি ট্রফি নিয়ে দেশের মাটিতে মেসিরা

সোনালি ট্রফি নিয়ে দেশের মাটিতে মেসিরা

দেশের মাটিতে সোনালি ট্রফি নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) এজেইজা বিমানবন্দরে পৌঁছায় মেসি বাহিনী।

বিমানবন্দর থেকে স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে ছাদখোলা বাসে বুয়েন্স আয়ার্স প্রদক্ষিণে উদযাপনে মাতেন বিশ্বকাপজয়ীরা। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক ওবেলিসক চত্বরে রাজসিক সংবর্ধনা দেয়া হবে মার্টিনেজদের।

রোববার (১৮ ডিসেম্বর) রাতভর উদযাপনের পর আর্জেন্টিনার বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে উৎসবের নগরীতে পরিনত হয়েছে গোটা বুয়েন্স আয়ার্স।

এর আগে বিশ্বজয়ীদের বরণ করে নিতে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই এজেইজা বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় উল্লাসে মাতেন হাজার হাজার মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এতটুকুও ভাটা পড়েনি উদযাপনে।

কাতার থেকে সোমবার স্থানীয় সময় সকালে বুয়েন্স আয়ার্সের উদ্দেশে যাত্রা করের আর্জিন্টিনা দল। কাতার থেকে ইতালির রোম হয়ে আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার ভোর তিন টায় দেশে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ম্যাচ ফিক্সিংয়ের বেশিরভাগ ঘটনায় ভারত জড়িত : আইসিসি

সংবাদটি শেয়ার করুন