ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৫৬ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

৫৬ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

বিশ্বকাপ ফাইনালে ছিটকে যাওয়া ফ্রান্সকে ফিরিয়ে এনেছিলেন কিলিয়ান এমবাপে। করেছেন হ্যাটট্রিকও। কিন্তু ট্রফি জিততে না পেরে তার সেই কৃতিত্ব শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে।

ট্রফি জিততে না পারলেও বিরল এক রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলেছেন এমপাপে। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর, এই প্রথম কোনো বিশ্বকাপ ফাইনালে গোলের হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকের দাবিদার কিলিয়ান এমবাপে। ৬৬-তে ইংল্যান্ডের জিওফ হার্স্টের এই রেকর্ড ছিল। ৫৬ বছরে কেউ ভাগ বসাতে পারেনি সেই রেকর্ড। এমবাপে পারলেন।

ফাইনালের মঞ্চে প্রথমার্ধের খেলায় চিরচেনা ফ্রান্সের আক্রমণ যেন অচেনা লাগছিলো। সেকেন্ড হাফেও পিছিয়ে ছিল ফ্রান্স। সেখান থেকে ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। এক মিনিট শেষ হওয়ার আগেই অসাধারণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান এই তারকা। মুহূর্তেই যেন সব পাল্টে গেলো। গ্যালারী নিস্তব্ধ হয়ে পড়ে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল এমবাপের। আর্জেন্টিনা-ফ্রান্সের স্কোরবোর্ড তখন ৩-৩। ফ্রান্সের তিনটি গোলেরই ক্রেডিট এমবাপের।

সর্বশেষ খেলা গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে ট্রফি জয়ের শেষ হাসিটা আর্জেন্টিনার করে নেয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন