আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের আগেই লিওনেল মেসিকে নিয়ে মনস্তাত্ত্বিক লড়াই খেলতে গিয়ে নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল অনেক কথাই বলেছেন। সেসব মোটেই পছন্দ হয়নি আর্জেন্টিনার খেলোয়াড়দের। সে অভিব্যক্তিই যেনো ফুঁটে উঠেছে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারানোর পর।
শান্ত চিরচেনা মেসি’কে এদিন কিনা উদ্যাপন করতে গিয়ে দেখা গেছে কিছুটা বেপরোয়া! নেদারল্যান্ডসের ডাগআউট লক্ষ্য করে কানের কাছে হাত নিয়ে উদ্যাপন করতে দেখা গেছে সদা বিনয়ী হিসেবে পরিচিত আর্জেন্টাইন তারকা মেসিকে।
গণমাধ্যমে ম্যাচ শেষে কথা বলার সময় নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ভাউট ভোগহোর্স্টের প্রতি ধমকের সুরে কথা বলেন আর্জেন্টাইন এই তারকা। এই স্ট্রাইকারের জোড়া গোলেই নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস।
তবে শেষ রক্ষা হয়নি। টাইব্রেকারে হেরে কান্নায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ভাউট ভেগহোর্স্টরা
ম্যাচ শেষে মিক্সড জোনে মেসির সাক্ষাৎকার নিচ্ছিলেন টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী গাস্তন এদুল। কথা শুরুর আগে ডানে কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে কারও প্রতি চিৎকার দিয়ে মেসি বলে ওঠেন, এদিকে তাকিয়ে আছ কেন, নির্বোধ? ওদিকে যাও।’ ডানদিকে ছিলেন আসলে ভোগহোর্স্ট।
আনন্দবাজার/কআ