ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন আর্জেন্টাইন কোচ!

সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন আর্জেন্টিনা কোচ!

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন শিবিরে চোট আশঙ্কায় অ্যাঞ্জেল ডি মারিয়া খেলতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে ব্যাপক সন্দেহ।

আর্জেন্টাইন তারকাদের চোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষেপে যান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মূলত ডি পলের চোটের খবর প্রকাশ্যে আসায় চটেছেন তিনি। মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে রদ্রিগো ডি পলের মাঠে নামা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে (বৃহস্পতিবার) স্কালোনি বলেন, আমরা বন্ধ দরজার পেছনে নিজেদের অনুশীলন সেরেছি। তাসত্ত্বেও আপনারা কেন আমাকে ডি পলের চোটের বিষয়ে প্রশ্ন করছেন? আপনারা কী ডাচদের সাহায্য করতে চান?

স্কালোনি বলেন, গণমাধ্যমে এমনভাবে গোপন তথ্য ফাঁস হওয়াটা আমাদের জন্য় কোনোভাবেই ভালো খবর নয়। এখনও আরেকবার আমরা অনুশীলন করব। এরপরই ডি পল ও ডি মারিয়া খেলতে পারবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কোচ বলেন, আমরা কোন সিস্টেমে খেলব, সেটা দলের উইঙ্গাররা শারীরিকভাবে কতটা ফিট, এর ওপর নির্ভর করবে। যেসব খেলোয়াড় সম্পূর্ণ ফিট, তারাই মাঠে নামবে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন