বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস।
যেহেতু আর্জেন্টিনার সাথে খেলা, স্বভাবতই মেসিকে নিয়ে প্রতিপক্ষের বিশেষ চিন্তা থাকবে। তবে, বিপরীত দেখা গেল ডাচ শিবিরে। নেদারল্যান্ডস অবশ্য তেমন পাত্তা দিচ্ছে না সাত বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে। কোয়ার্টারের লড়াইয়ে তাদের ভাবনা আর্জেন্টিনার অন্য তারকাকে নিয়ে।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) এক সাক্ষাৎকারে ডাচ ডিফেন্ডার ন্যাথান আকে যা বললেন সেটা চমকানোর মতোই। ম্যাচের একদিন আগেও নাকি মেসিকে নিয়ে ভাবেইনি লুই ফন হালের দল।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাহলে নেদারল্যান্ডসের হোমওয়ার্ক কাদের নিয়ে?
ডাচ ডিফেন্ডার জানান, ‘মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাকে আটকানো অত্যন্ত মুশকিল হবে। তবে তার ব্যাপারে আমাদের এখনও কোনো কথা হয়নি। সত্যি বলতে আমরা মেসিকে নিয়ে ভাবিইনি।’
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের সঙ্গে লিওনেল মেসির সমন্বয়্টাও হচ্ছে বেশ। গোলের বিচারে মেসির চেয়ে একটু পিছিয়ে থাকলেও ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়েই বেশি চিন্তিত ডাচ ক্যাম্প। আকের বক্তব্য থেকে অন্তত বোঝা গেল সেটাই।
আক বলেন, ‘আর্জেন্টিনা দলে একাধিক গ্রেট প্লেয়াররা রয়েছেন। তবে আমি বলব আমার ম্যানচেস্টার সিটির সতীর্থ জুলিয়ান আলভারেজের কথা। খুব টেকনিক্যাল প্লেয়ার। ট্রেনিংয়েও তাকে মার্ক করা অত্যন্ত কঠিন। যেমন ক্ষীপ্র, তেমনি ফিনিশিংয়ের দক্ষতা। খুবই কঠিন হবে।’
আনন্দবাজার/কআ