ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি নয় আগে টেস্ট খেলতে চায় পিসিবি

বিপিএল শেষ করেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগার বাহিনী- এটুকু নিশ্চিত। তবে পাকিস্তান সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো নির্ধারিত হয়নি। বাংলাদেশ দল পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ খেলতে অনীহা প্রকাশ করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)  টেস্ট খেলিয়েই ছাড়বে। তাইতো পূর্ব সূচি অনুযায়ী প্রথমে টি-টোয়েন্টি সিরিজের যায়গায় টেস্ট আয়োজন করতে চাচ্ছে পিসিবির হর্তাকর্তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো পরিকল্পনা অনুযায়ী প্রথমে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা। তবে পাকিস্তান এবার মত পাল্টেছে। তাদের ইচ্ছা, বাংলাদেশ পাকিস্তান সফরে গেলে প্রথমে টেস্ট সিরিজ পরে টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হোক।

তবে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে রাজি না। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানে থাকতে হবে ৭দিনের মত।তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেললে সময়টা হবে দ্বিগুণ। যতই কড়া নিরাপত্তা ব্যবস্থাই হোক না কেন বিসিবি এত দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করতে চাইছে না। কোচ-খেলোয়াড়দের মানসিক দিক বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত বিসিবির।

পিসিবি চাইছে, বাংলাদেশ টেস্ট সিরিজ খেলুক তাদের মাটিতে। দরকার হলে টি-টোয়েন্টি সিরিজ না খেলতেও রাজি পাকিস্তান। আর তাই পিসিবি প্রথমেই টেস্ট সিরিজ আয়োজন করতে চায়।

টেস্ট ক্রিকেটের ঘাঁট হিসেবে পাকিস্তানকে শক্তপোক্ত করার জন্যই পিসিবির এমন ভাবনা। পাকিস্তানে পুরো দমেই ফিরেছে সীমিত ওভারের ক্রিকেটে। কিন্তু টেস্টে ফিরল কেবলই। গত ডিসেম্বরে শ্রীলঙ্কাকে দুই টেস্টে আতিথেয়তা দিয়ে পাকিস্তান নিজেদের মাটিতে পুনরায় টেস্ট আয়োজন শুরু করল দীর্ঘ দশ বছর পর।

বাংলাদেশ টেস্ট না খেললে টেস্ট আয়োজনের ধারাবাহিকতা ভঙ্গ হবে পাকিস্তানের। ফলে ভবিষ্যতেও অন্যান্য দল টেস্ট খেলতে অনীহা প্রকাশ করতে পারে। আর এই কারণে প্রথমে টেস্ট সিরিজ আয়োজন করতে চাইছে পিসিবি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন