ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরে যেসব রেকর্ড ভাঙার অপেক্ষায় রোনালদো

গত দশ বছর ধরে ফুটবলের নানা ইতিহাস নতুন ভাবে রচণা করে চলেছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন ২০২০ সালেও।

৩৪ বছর বয়সী জুভেন্টাসের এই মহাতারকা দলের তৃতীয় বারের মতই উরোপসেরার মুকুট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। ১৯৯৫-৯৬ মৌসুমের পর আর কখনই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে পরতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। তাই রোনালদোর উপর ভর করে লিগ শিরোপা ঘরে তুলতে চায় জুভেন্টাস।

শুধু ঘরোয়া ফুটবলেই নয় বরং পর্তুগালের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন সাবেক রিয়াল তারকা রোনালদো। আর এ বছরও বেশ কিছু রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন সিআরসেভেন।

সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়: ২০১৮ সালে লিভারপুলকে হারিয়ে উরোপসেরার মুকুট ঘরে তুলেছিলো রিয়াল মাদ্রিদ।আর এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন রোনালদো। এ বছর তিনি যদি জুভেন্টাসকে এই শিরোপা এনে দিতে পারেন তাহলে ক্যারিয়ারের ষষ্ঠ শিরোপা জিতে রিয়াল মাদ্রিদের কিংবদন্তী ফ্রান্সিসকো জেনটোর পাশে বসবেন তিনি।

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চারটি আসরে পর্তুগালের হয়ে ৯টি গোল করেছেন রোনালদোে। এখন তার সমান গোল আছে শুধুমাত্র মিশেল প্লাতিনির। এ বছর সিআরসেভেন মাত্র একটি গোল করতে পারলেই এ প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক: চ্যাম্পিয়ন্স লিগে ৮টি হ্যাটট্রিক নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাথে যৌথভাবে শীর্ষে আছেন রোনালদো। যদি এবছর রোনালদো আর একটি হ্যাটট্রিক করতে পারেন তাহলে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবেন তিনি।

প্রথম ফুটবলার হিসেবে ৩ লিগে ( ইংলিশ,স্প্যানিশ ও ইতালিয়ান) সর্বোচ্চ গোলদাতা: ইতালিয়ান সিরি আ’য় ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রোনালদো। তারে উপারে রয়েছেন জোয়াও পেদ্রো (১১), রোমেলু লুকাকু (১২) ও সিরো ইমোবিলে (১৭)। রোনালদো যদি চলতি মৌসুমে সবাইকে টপকে যেতে পারেন তাহলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার কীর্তি করতে পারবেন।

সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা: দেশের হয়ে এখন পর্যন্ত ৯৯টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বছর যদি তিনি আন্তর্জাতিক ফুটবলে আর ১১টি গোল করতে পারেন তাহলে ইরানের আলী দায়ি এর ১০৯টি গোলের রেকর্ড ভেঙ্গে সর্বকালের সেরা গোলদাতার আসনে উঠে আসবেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন