ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ পরীক্ষায় ফেল শ্রীলঙ্কা, বিদায় অস্ট্রেলিয়ার

ইংলিশ পরীক্ষায় ফেল শ্রীলঙ্কা, বিদায় অস্ট্রেলিয়ার

আজকের পরীক্ষায় ইংলিশরা জিতলেই সেমিফাইনাল। অন্যদিকে ইংল্যান্ড জিতে যাওয়া মানে টুর্নামেন্ট থেকে বিদায় অস্ট্রেলিয়ার।

শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের সেমিফাইনাল নিশ্চিতের সঙ্গে সঙ্গে ঘরের মাঠের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে অস্ট্রেলিয়ার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে লঙ্কানরা।

লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল আগে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংলিশরা। তাতে শেষ চারের টিকিট পেয়ে যায় জস বাটলাররা। ফলে, সুপার টুয়েলভে গ্রুপ-১-এর রানার্স-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই গ্রুপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। দুই দলের পয়েন্ট সমান, তবে নেট রানরেটে ইংল্যান্ড (০.৪৭৩) থেকে এগিয়ে নিউজিল্যান্ড (২.১১৩)। তাদের সমান ৭ পয়েন্ট নিয়েও হতাশায় নিমজ্জিত ইংল্যান্ড।

সমান ৭ পয়েন্ট নিয়েও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ঘরের মাঠের প্রতিযোগিতায় নেট রানরেটে (-০.১৭৩) পিছিয়ে থাকার কারণে সুপার টুয়েলভেই বিদায়ঘণ্টা বাজলো।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন