‘আমার মনে হয় অভিজ্ঞ সাকিবের উচিত ছিল দায়িত্ব নিয়ে শেষ অবধি খেলার, যেমনটি কোহলির করে আসছেন ভারতের জন্য। দলকে উদ্ধার করতে না পারলে অর্থহীন বক্তব্য দেওয়া বন্ধ করা দরকার।’
ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে বলেন, ‘সবকিছুই মরার আগে ওড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে (পাওয়ার প্লেতে)। সব প্রদীপই একসময় নিভে যায়। আর এটাই হয়েছে। তারা পাঁচ রানে হেরেছে শুধুমাত্র বৃষ্টির কারণে, নয়তো ৪০ রানে হারতো।’ বৃষ্টি একরকম বাঁচিয়েই দিয়েছে বাংলাদেশকে। এটা না হলে হারের ব্যবধান হতো আরও বড় বলেন শেবাগ।
তিনি আরো বলেন, ‘অধিনায়ককে দায়িত্ব নিতে হয়। শান্ত আউট হয়ে গেছে, সাকিবও ওই একই ওভারে আউট হলো। তারা দ্রুত তিন উইকেট হারিয়েছে। এটা এমনও না যে টি-টোয়েন্টিতে আপনার ৫০ রানের জুটি লাগবে। ১০ বলে ২০ রানের জুটি হলেই খেলা বদলে যেতো। ’
দুর্দান্ত শুরুর পর আবারো ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল ভারত।
প্রথম ৭ ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৬৬ রান। সপ্তম ওভারে খেলা বন্ধ হলেও বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ।
বৃষ্টির পরে আবারো খেলা শুরু হলে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে দাঁড়ায় ১৫১ রানে। সে হিসেবে পুরো ১০ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের মূল লক্ষ্য ছিল ৫৪ বলে ৮৫ রান।
কিন্তু লিটনের দুর্ভাগ্যজনক রান আউটের পর কেউই দাঁড়াতে পারেন নি। খেলার জয়-পরাজয় শেষ বল পর্যন্ত গড়ালেও ডিএলএইচ পদ্ধতিতে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।
আনন্দবাজার/কআ