ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

সুপার টুয়েলভে ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর গ্রুপ-এ এর রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের কাছে নামিবিয়ার হারের পর ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। আর তাই নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ডাচরাই।

নেদারল্যান্ডসহ সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো- দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টাইগারদের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, ২৬ অক্টোবর।

এরপর ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল, ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই- মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন