ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার পর সুপার টুয়েলভে নেদারল্যান্ডস

শ্রীলঙ্কার পর সুপার টুয়েলভে নেদারল্যান্ডস

জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট, হারলে দেশে ফিরতি টিকেট ঠিক এমন ম্যাচে শেষ মুহূর্তে আরব আমিরাতের কাছে ৭ রানে হেরে গেল নামিবিয়া। তবে, এ হারে সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের জায়গা পাকা হয়ে গেলো।

নামিবিয়ার হারে গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তাদের আগে সুপার টুয়েলভের টিকিট কাটা শ্রীলঙ্কা গ্রুপ ‘এ’ থেকে সেরা দল হয়েই পরের পর্বে যাচ্ছে।

নেদারল্যান্ডস খেলবে মহাদেশীয় জায়ান্টে ভরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

অন্যদিকে শ্রীলঙ্কা খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে। বাংলাদেশ ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন