ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারত

সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারত

বছরের শেষে বাংলদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে ভারত। তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় পর্বের দুটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে এ সিরিজে।

দীর্ঘ ৭ বছর পর আবারো ১লা ডিসেম্বরে বাংলদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে ভারত। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।

প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠেয় হবে ঢাকার মিরপুরে।

একনজরে ভারত-বাংলাদেশ ম্যাচের সফরসূচি

১ম ওয়ানডে ০৪ ডিসেম্বর ২০২২ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
২য় ওয়ানডে ৭ ডিসেম্বর ২০২২ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
৩য় ওয়ানডে ১০ ডিসেম্বর ২০২২ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১ম টেস্ট ১৪-১৮ ডিসেম্বর ২০২২ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টেস্ট ২২-২৬ ডিসেম্বর ২০২২ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে এবং দু’জন দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন