শামির ম্যাজিক ওভারে অবিশ্বাস্য জয় পেয়েছে ভারত। জয়ের জন্য ১৯তম ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। এক রানআউটসহ(৪উইকেট) শেষ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের ছবি বদলে দিলেন শামি। এতে অবিশ্বাস্য ৬ রানের জয় পেয়েছে ভারত।
প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে স্কোরকার্ডে ১৮৬ রান তোলে ভারত। অর্ধশতরান করেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার হয়ে কেন রিচার্ডসন নেন ৪ উইকেট।
ভারতীয় বোলারদের তোপে সেই রান তাড়া করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার না থাকায় অ্যারন ফিঞ্চের সঙ্গে নামেন মিচেল মার্শ। পাওয়ার প্লের শেষ ওভারে ৩৫ রান করে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্শ। তিন নম্বরে নামা স্টিভ স্মিথ রান পাননি। অস্ট্রেলিয়ার হয়ে রান করলেন অধিনায়ক ফিঞ্চ। বিশ্বকাপের আগে অনেক সমালোচনা হচ্ছিল সেটির জবাব দিলেন অর্ধশতরান করে।
জয়ের দিকেই এগোচ্ছিল স্বাগতিকরা। তবে ডেথ ওভারে ম্যাচের চিত্রপট পাল্টে যায়। পরপর উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ ওভারেই তুলে নেন চারটি উইকেট। শামির দারুণ বোলিং-এ অবিম্বাস্য জয় পায় ভারত।
আনন্দবাজার/কআ