ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হামজাকে নিয়ে বাফুফের মন্তব্য প্রকাশ হল

হামজাকে নিয়ে বাফুফের মন্তব্য প্রকাশ হল

হামজা চৌধুরিকে নিয়ে বাংলার ফুটবল সমর্থকদের আগ্রহের শেষ নেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে আলোচনায় আছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী এ ফুটবলার গণমাধ্যমে ও ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন আগেই।

মঙ্গলবার জাতীয় দল কমিটির সভায় এ নিয়ে অঅলোচনা হয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘হামজা চৌধুরি আমাদের গর্ব। তিনি ইংল্যান্ডের একটি শীর্ষ ক্লাবে খেলছেন। তিনি একটি সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন।

তবে, আপনারা সেখানে একটু খেয়াল করলে দেখবেন আরও দুই বছর তিনি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করার আগ্রহ প্রকাশ করেছেন। তারপর বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন।’

আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকারের পর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও তিনি তার আগ্রহের কথা প্রকাশ করেছেন। আগামী মাসে তার বাংলাদেশে আসারও সম্ভাবনা রয়েছে।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান বলেন, ‘এর আগেও আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়েও করেছি। বিগত সময় তেমন উত্তর না পেলেও এবার একটি উত্তর পাওয়া গেছে। তবে সেই উত্তরও বেশ গতানুগতিক। তারা বলেছে, আমাদের চিঠি তারা পেয়েছে বিষয়টি নিয়ে পরে জানাবে। তিনি খেলতে চাইলে আমরা অবশ্যই স্বাগত জানাব।’

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন