ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টেস্টে মুশফিক-তামিমের চেয়েও এগিয়ে মাহমুদউল্লাহ

ধারাবাহিক পারফরমার হিসেবেই সবচেয়ে পরিচিত মুখ মুশফিকুর রহিমের। ২০১৯ সালে মাত্র ৩টি টেস্ট ম্যাচ খেলে করেন ৩৪ গড়ে ২০৪ রান করেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

২০১৯ বিশ্বকাপ শেষে ছুটিতে থাকার জন্য ঘরের মাঠে আফগানিস্তান ও ভারত সফরে ইন্দোর ও কলকাতা টেস্টে খেলা হয়নি টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবালের। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিং করে প্রথমে সেঞ্চুরি এরপর টানা দুই হাফ সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৭০ গড়ে ২৭৮ রান করে ছিলেন তামিম।

তবে তামিম-মুশফিকের চেয়ে ম্যাচ ও রান সংগ্রহের দিক থেকে এগিয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলতি বছরে ৫টি টেস্ট ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১ ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ৩৩২ রান করেন মাহমুদউল্লাহ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন