বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে ২০০০ রানের ইতিহাস তামিমের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজারি রানের ক্লাবে প্রবেশ করে ইতিহাসে গড়েছেন তামিম ইকবাল। মাত্র ৬৩ ম্যাচে ৩৬.৮৯ গড়ে ২ হাজার ২৯ রান সংগ্রহ করেন এই ওপেনার।

গতকাল মঙ্গলবার সিলেট থান্ডারের বিপক্ষে ৪৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬০ রানের অসাধারণ ইনিংস খেলেন তামিম। এতে করে ৮ উইকেটের বড় জয় পায় ঢাকা প্লাটুন। আর এই ইনিংস খেলার মধ্য দিয়ে নতুন এ মাইলফলক স্পর্শ করেন তামিম।

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে রয়েছেন উইকেটরক্ষক- ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭৬ ম্যাচে ৩৩.৯৮ গড়ে ১ হাজার ৯৩৭ রান করেন তিনি। ৭৮ ম্যাচে ২৫.৬৮ গড়ে ১ হাজার ৬৯৫ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তালিকার চার নম্বরে রয়েছেন ইমরুল কায়েস, ৭৫ ম্যাচে ২৩.৩৮ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৫৬৭  রান। পঞ্চম স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।সাবেক এই অধিনায়কের  সংগ্রহ ৭৬ ম্যাচে ২৫.১৩ গড়ে ১ হাজার ৪৮৩ রান।

 

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বর্ষসেরার তালিকায় আছেন তামিম-লিটন

সংবাদটি শেয়ার করুন