ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা দশে নেই কোনো বাংলাদেশি

সদ্য ঘোষিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা দশে তালিকায় নেই কোনো বাংলাদেশি। ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডারের কোনো তালিকায় আবস্থান নেই টাইগারদের।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিয়ে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ৮৭৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মার।

তবে ৮৩৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে রয়েছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। যাথাক্রমে ৮২০ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিস, ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে সেরা পাঁচে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেইলর, ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে পজিশনের সাত নম্বরে ।

এদিকে পজিশনের আট নম্বরে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট, তার রেটিং পয়েন্ট ৭৮৭। আর ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে পজিশনের ৯ নম্বরে রয়েছেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান শাই হোপ এরং ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক। তবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের জায়গা হয়নি ওয়ানডে সেরা দশে ব্যাটসম্যানদের তালিকায়।

ওয়ানডে বোলাদের তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। পজিশনের দুইয়ে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং তিনে আফগান স্পিনার মুজিব-উর রহমান।

ওয়ানডেতে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী, দুইয়ে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং তিনে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন