খুব শীঘ্রই বেন স্টোকসের পথে হেঁটে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। এমনটাই ধারণা করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি জানান, হার্দিক শুধু টি-২০ ক্রিকেট খেলতে চায়। ওয়ানডে ক্রিকেটটা ও শুধু খেলছে সামনের বিশ্বকাপটার জন্য।
শাস্ত্রী মনে করেন, দিন দিন যেভাবে টি-২০ ক্রিকেট জনপ্রিয়তা পাচ্ছে, তাতে আগামী দিন ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ সংকটের মধ্যে পড়বে। সেক্ষেত্রে হার্দিকের মতো ক্রিকেটাররা আর ওয়ানডে খেলতে চাইবেন না। শুধু একটি ফরম্যাটেই খেলতে চাইবেন।
টিম ইন্ডিয়ার প্রাক্তন এ কোচ বলেন, ও (পান্ডিয়া) এখন ৫০ ওভারের ক্রিকেট খেলছে শুধু আগামী বছর দেশের মাটিতে একটা বিশ্বকাপ আছে বলে। তারপর হয়তো ওকে আর ওয়ানডে ক্রিকেটেও দেখা যাবে না।এর পর অন্য ক্রিকেটাররাও এভাবেই যে কোনও একটি ফরম্যাট বেছে নেওয়া শুরু করবে।
শাস্ত্রী মনে করেন, টেস্ট ক্রিকেট চিরদিন গুরুত্বপূর্ণ থাকবে কারণ টেস্ট খেলাটার গুরুত্ব বাড়ায়। সমস্যা হবে ওয়ানডে ক্রিকেটে। এই ফরম্যাটটা বাঁচাতে হলে বিশ্বকাপে আরও জোর দিতে হবে। হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটার শুধু টি-২০ খেলতে চায়। সেটা ওর মাথায় ঠিক করাই আছে। ও জানে ওর আর অন্য ফরম্যাটে খেলার দরকার নেই। পরের বছর ভারতে এক দিনের বিশ্বকাপ। তাই হয়তো হার্দিক খেলবে। কিন্তু তার পরে দেখবেন ও হয়তো এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল।” টিম ইন্ডিয়ার হেড কোচের সাফ কথা, হার্দিকের পূর্ণ অধিকার আছে নিজের পছন্দের ফরম্যাটে খেলার।
আনন্দবাজার/টি এস পি