ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনাইটেড ছাড়তে চান রোনালদো

উপযুক্ত প্রস্তাব পেলে এই গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। এ কথা বলা হয়েছে গণমাধ্যমের রিপোর্টে। গত গ্রীষ্মে জুভেন্টাস থেকে ইউনাইটেডে ফিরে এসেছিলেন ৩৭ বছর বয়সী এই পর্তুগাল সুপার স্টার। এ সময় ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখলে রেখে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করার পরও মিশনটি ছিল হতাশার।

ষষ্ঠ অবস্থানে থেকে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ শেষ করেছে। তাই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগও হারিয়েছে ক্লাবটি। সবকিছু মিলিয়ে চুক্তির মেয়াদ আরও এক বছর বাকী থাকা সত্বেও ক্লাবটি ছাড়তে আগ্রহী ৫ বারের এই ব্যালন ডি’অর খেতাব জয়ী। অন্যথায় প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলতে হবে তাকে।

ক্লাবের হয়ে সব প্রতিযোগিতায় ২৪ গোল করা রোনালদোকে বিক্রি না করার বিষয়ে অটল ম্যানইউ। রিপোর্ট অনুযায়ী, ক্লাবের নতুন কোচ এরিক টেন হাগ তাকে নিয়ে কাজ করতে চান।

২০০৯ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ম্যান ইউর হয়ে প্রিমিয়ার লিগের তিনটি শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের একটি শিরোপা জয় করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখান থেকে ২০১৮ সালে ইতালীর জুভেন্টাসে যোগ দেন। উভয় ক্লাবেই আরও অনেকগুলো ট্রফি জিতেছেন তিনি।

মৌসুম পুর্ব সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগেই ইউনাইটেডের আন্তর্জাতিক খেলোয়াড়দের রিপোর্ট করার কথা রয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন