ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি স্কোয়াডে মিরাজ-তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদী হাসান মিরাজকে। আগামী ২ জুলাই ডোমিনিকাতে শুরু হবে সিরিজটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মিরাজ ২০‌১৮ সালের ডিসেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। তবে টেস্ট এবং ওয়ানডেতে নিয়মিত তিনি।

গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চোটে আক্রান্ত হয়েছিলেন তাসকিন। সেই চোট থেকে এবার পুরোপুরি সেরে উঠেছেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই পেসার।

এই সিরিজের আগে টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শহিদুল ইসলাম। এবং ব্যাটার ইয়াসির আলী রাব্বি পিঠের চোট নিয়ে অ্যান্টিগা থেকে দেশে ফিরতে বাধ্য হন। এছাড়া অলরাউন্ডার সাইফউদ্দিনকে দল থেকে বাদ দেওয়া হয় কারণ তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পূর্ণ ফিট নন।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ ও ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।

১০, ১৩ ও ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন