মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সম্প্রতি প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। জেমি ডে’র অধীনে গত এক বছরে বেশ উন্নতি করেছে বাংলাদেশ ফুটবল দল। তার ফল হিসেবে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১৮৭তম অবস্থানে রয়েছে।

এর আগে ২০১৮ তে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১৯২। এ বছর জেমি ডের অধীনে ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, হেরেছে মাত্র ২টি ম্যাচে। যেকারণে জামাল ভূঁইয়াদের র‍্যাঙ্কিংয়ে এই উন্নতিটা প্রাপ্যই ছিল। ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশিত হবে ফেব্রুয়ারি ২০, ২০২০ এ।

ফিফা র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখে তালিকার শীর্ষে রয়েছে বিশ্বকাপজয়ী বেলজিয়াম। টানা দ্বিতীয়বারের মত শীর্ষে থেকে বছর শেষ করল এডেন হ্যাজার্ডরা। রাশিয়া বিশ্বকাপ জেতা ফ্রান্স আছে দুই নম্বরে।

তালিকায় তিনে আছে এ বছর কোপা আমেরিকা জেতা ব্রাজিল। শীর্ষ চারের অন্য দল ইংল্যান্ড। লিওনেল মেসির আর্জেন্টিনার অবস্থান নবম, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আছে সাত নম্বরে।

আনন্দবাজার/ডব্লিউ এস 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অভিনয়কে ঘিরেই সামনে এগিয়ে যেতে চাই: আফরিন লাবনি

সংবাদটি শেয়ার করুন