ইনজুরির কারণে গত এপ্রিল থেকে দলের বাইরে ছিলেন বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলে ফিরেছেন এই পেসার। আসন্ন টি-২০ সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দলের সাথে অনুশীলন করেছেন তিনি।
দীর্ঘদিন পর দলের সাথে অনুশীলন করতে পেরে খুশি তাসকিন আহমেদ। ক্রিকেট থেকে দূরে থাকলেও বোলিংয়ে তার আগ্রাসী মনোভাবটাই দেখতে চান বাংলাদেশের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যানাল ডোনাল্ড। তাসকিনকে গতি এবং আগ্রাসন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
গত মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল হাতে আগুন ঝড়িয়েছিলেন তিনি। গতিময় বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তাসকিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
অবশেষে সুস্থ হয়ে গতকাল দলের সাথে অনুশীলন করেছেন তাসকিন। অনুশীলনের ফাঁকে ডোনাল্ডের সাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন তিনি। ডোনাল্ডের সঙ্গে আলাপের বিষয়ে তাসকিন জানান, ইনজুরি থেকে ফেরার পর আমার দায়িত্ব সম্পর্কে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে এটাই বুঝিয়েছেন- তুমি যে ধরনের বোলার, তোমার দায়িত্ব হচ্ছে গতি ও আগ্রাসন।
তাসকিন আরও বলেন, তিনি বলেছেন (ডোনাল্ডে)- কিছু সময় তুমি অনেক রান দিবে, কিছু সময় তুমি একাই উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দিবে। কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি নিজেকে সরাবে না। তোমার যেটা রোল, সেটাতেই তুমি ফোকাস থাকো। দিন যত যাবে, রিদম আরো বেটার হবে। আমরা আরও কাজ করবো সামনে।
দীর্ঘদিন পর দলের সঙ্গে অনুশীলন করতে পেরে বেশ খুশি তাসকিন। তিনি জানান, খুবই ভাল লাগলো প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করলাম। ফিন্ডিং, বোলিং ব্যাটিং- সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল। পরে যখন শুরু করলাম সব কিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।
আনন্দবাজার/টি এস পি