ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের মাটিতে সিরিজ হারলো শ্রীলঙ্কা

সিরিজের প্রথম টি-টোয়েন্টি দাপটের সাথেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। স্বাগতিক শ্রীলঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল অজিরা। জয়টা ছিল ১০ উইকেটের বড় ব্যবধানে।

তবে দ্বিতীয় ম্যাচটি জিততে ঘাম ঝরাতে হয়েছে সফরকারী অস্ট্রেলিয়াকে। ১৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে তারা। সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে অজিরা।

স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে শুরুতে ব্যাটিংয়ে নেমে। কেন রিচার্ডসন চারটি এবং ঝাই রিচার্ডসন নেন তিনটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭.৫ ওভারে ১২৬ রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড ২৬* রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ম্যাচসেরা হন।

শ্রীলঙ্কার হয়ে চার উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন