বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ার জীবনের সেরা ফর্মে রয়েছেন। এবার সেটার প্রতিদান পেলেন এই ব্যাটার। টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের রেটিং তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড গড়লেন এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে মোট তিন ইনিংসে ব্যাট করার সুযোগ পায় টাইগাররা। সেই হিসেবে তিন ইনিংসে ব্যাট করেছেন লিটন। আর তিন ইনিংসেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ডানহাতি এই ওপেনার। এই তিন ইনিংসে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন।
চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ৮৮ রান করেছিলেন লিটন। এরপর মিরপুর টেস্টে ১৪১ এবং ৫২ রান করেন। এতে তার রেটিং পয়েন্ট এখন ৭২৪। ব্যাটিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে অবস্থান করছেন এই ব্যাটার। এতে ছাড়িয়ে গেছেন তামিমকে।
এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ওপেনার তামিম ইকবালের। তার রেটিং পয়েন্ট ছিল ৭০৯। ২০১৭ সালের আগস্টে তামিম এই রেকর্ড গড়েছিলেন।
আনন্দবাজার/টি এস পি