শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়ালকে বিদায় জানালেন বেল

রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন গ্যারেথ বেল। ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে তখনকার রেকর্ড ট্রান্সফার ফি ৯৪ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ওয়েলসের এই তারকা। চলতি মৌসুম শেষে লস ব্লাংকোস শিবির ছাড়বেন তিনি। কারন এই মৌসুম শেষে রিয়ালের সাথে বেলের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে।

ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সাথে চুক্তি আর বাড়াচ্ছেন না বেল। তাই তার চলে যাওয়ার ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। অবশেষে রিয়ালের জার্সিতে পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জিতে হাসিমুখেই বিদায় নিলেন এই ফুটবলার। সামাজিক মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বিদায়ের এই ঘোষণা দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বেল লিখেন, আমি এই বার্তাটি লিখছি আমার অতীত, বর্তমান সব সতীর্থ, আমার ম্যানেজার, ব্যাকরুম স্টাফ ও সেসব ভক্তের উদ্দেশে যারা আমাকে সমর্থন করে গেছে। আমি এখানে এসেছিলাম ৯ বছর আগে স্বপ্নবাজ তরুণ হিসেবে, যে কিনা রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে এই স্বপ্নটা অনুভব করার চেষ্টায় ছিল। অভিজাত এই সাদা জার্সি পরা, বুকে এর আভিজাত্য ধারণ করা, সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, শিরোপা জেতা এবং রিয়াল যেটার জন্য বিখ্যাত সেই চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য এসেছিলাম।

তিনি আরও লিখেছেন, এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে আমি যা অর্জন করেছি এটা আমার জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা এবং আমি কখনোই তা ভুলতে পারব না। আমি এই ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, হোসে অ্যানহেল সানচেজ এবং রিয়াল বোর্ডকে ধন্যবাদ দিতে চাই এই ক্লাবে খেলার জন্য আমার সুযোগ করে দেওয়ার জন্য। রিয়ালের সঙ্গে একত্র হয়ে আমি আমার ফুটবল ক্যারিয়ার এবং ক্লাবের জন্য অনেক অসাধারণ মুহূর্ত সৃষ্টি করতে পেরেছি। আমি এই ক্লাবে খেলতে পেরে সম্মানিত। ধন্যবাদ। হালা মাদ্রিদ।

আরও পড়ুনঃ  রিয়াল মাদ্রিদ ছাড়ায় আফসোস নেই বেলের

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন