হাঁটুর সফল আস্ত্রোপচারের পর সাত থেকে আট মাসের জন্য মাঠের বাইরে থাকবেন অভিজ্ঞ স্ট্রাইকার ইব্রাহিমোভিচকে। সিরি আ লিগের নতুন চ্যাম্পিয়ন এসি মিলান এমনটাই জানিয়েছে।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, বুধবার ফ্রান্সের লিও শহরে অস্ত্রোপচার করিয়েছেন ৪০ বছর বয়সি এই স্ট্রাইকার। যেটি আরো আগে করার কথা ছিল বলে উল্লেখ করে ক্লাবটি। ইনজুরির কারণে গত মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে সুইডিশ তারকাকে। ফলে ১১ বছরের মধ্যে প্রথম এই লিগ শিরোপা জয়ে মিলানকে ফরাসি তারকা অলিভার জিরুডের উপরই পুরোপুরি নির্ভর করতে হয়েছে।
গত রবিবার সাসুলোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের মাধ্যমে শিরোপা মিলানের ঘরে উঠার পর ইব্রাহিমোভিচ জানান, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহনের আগে তিনি শারীরিকভাবে কেমন ছিলেন তা দেখতে হবে।
গত বছর ইব্রা বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের কারণে ২০২০ ইউরোতে অংশগ্রহন করতে পারেননি। এরপরে এচিলিস টেন্ডন সমস্যার কারণে মিলানের প্রথম একাদশের স্থান ত্যাগ করতে হয়েছে তাকে।
আনন্দবাজার/টি এস পি