কাসুন রাজিথার বাউন্সারে বাংলাদেমের দশ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম মাটিতে পড়ে গেলেন। তিনি আহত হয়ে অবসরে গেলেন। এতেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। ৪৬৫ রানে থামলো বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৮ রানের। পিছিয়ে থেকে চতুর্থ দিনের তৃতীয় সেশনে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমেছে লঙ্কানরা।
বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়েছেন মুশফিকুর রহিম। ভীষণ ধৈর্যের পরিচয় দিয়েছেন এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের ধীরতম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই রান করতে মুশফিকুর রহিম বাউন্ডারি হাঁকান মাত্র চারটি।
মুশফিকের ধৈর্যচ্যুতি ঘটে ২৮২ বল খেলে। ব্যক্তিগত ১০৫ রানে এম্বুলদেনিয়াকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
এর আগে খুব কাছে এসে সেঞ্চুরি মিস করেন লিটন দাস। মধ্যাহ্ন বিরতির পর কাসুন রাজিথার প্রথম বলেই শরীরের বাইরে খেলতে গিয়ে উইকেটরক্ষকের কাছে উইকেট দেন তিনি। ১৮৯ বলে ১০ বাউন্ডারিতে ৮৮ রান করে সাজঘরের পথ ধরেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
আনন্দবাজার/টি এস পি