নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করলো রাজশাহী রয়্যালস। ঢাকা প্লাটুরে বিপক্ষে ৯ উইকেটের বিশাল এক জয় পায় আন্দ্রে রাসেলের দল।
শেরে বাংলা স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম খেলায় ঢাকা প্লাটুন শুরুতে ব্যাট করে রাজশাহী রয়্যালসকে মাত্র ১৩৫ রানের টার্গেট দেয়।
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরাকে নিয়ে বঙ্গবন্ধু বিপিএলে শক্তিশালী দল ঘঠন করে ঢাকা। যদিও শুরুটা একেবারেই ভালো হয়নি মাশরাফিদের। ম্যাচের শুরুতে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তামিম।
আরেক ওপেনার এনামুল অবশ্য খেলে যান সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। এরপর লরি ইভান্স ১৩, জাকের আলী অনিক ২১, থিসারা পেরারা ১, আরিফুল হক ৫, শহীদ আফ্রিদি শূন্য ও মেহেদী হাসান ৬ ও ১৯ রানে রানে আউট হন ওয়াহাব রিয়াজ। শেষ পর্যন্ত ১০ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন মাশরাফি।।
জবাবে খেলতে নেমে রাজশাহীর হয়ে হজরতউল্লাহ জাজাইকে নিয়ে উদ্বোধনী জুটিতেই ঝড়ো সূচনা এনে দেন লিটন দাস। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ রান করে মেহেদী হাসানের শিকার হন লিটন। এরপর দলকে আর কোনো বিপদে পড়তে দেননি জাজাই আর শোয়েব মালিক। জাজাই ৪৭ বলে ৫৬ আর মালিক ৩৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।
আনন্দবাজার/এম.কে