তামিম ইকবালের সেঞ্চুরির সাথে মাহমুদুল হাসানের ফিফটি। দারুণ গতিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ব্যাট হাতে কড়া জবাবই দিয়ে যাচ্ছিল টাইগার ব্যাটাররা। তবে বাংলাদেশের ছন্দপতন করেন লংকান বোলার কাসুন রাজিথা। নাজমুল হোসেন শান্ত (১) এবং মমিনুল হককে (২) বিদায় করে দুই উইকেট তুলে নেয় এই বদলি বোলার।
কিন্তু সেঞ্চুরিয়ান তামিমকে পরাস্ত করতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। রিটায়ার্ড হার্ট হয়ে উইকেট ছাড়লেও বিপদ ঘটাতে পারেনি অতিথি বোলাররা। ক্রিজে ব্যাট হাতে টিকে গেছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।
মুশফিক এবং লিটন দুজনেই হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে টিকে আছেন ব্যাটিং লড়াইয়ে। তাদের ব্যাটিং দৃঢ়তায় রান পাহাড়ের দিকেই ছুটছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩১৮ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ব্যাট হাতে মাঠে নেমেই ব্যাটিং ঝলক দেখিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিনের সকালের সেশনেও দাপুটে ব্যাটিং করলেন দুজনে।
দুরন্ত ব্যাটিং চালিয়ে তামিম ইকবাল ২৬ মাস বিরতি শেষে টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। দেশসেরা এ ওপেনার ২১৭ বলে ১৫ বাউন্ডারিতে ১৩৩* রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে গেছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১০তম সেঞ্চুরি। কিন্তু লঙ্কানদের বিপক্ষে এটি তার প্রথম শতক।
তামিমের সাথে ফিফটি হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়ও। মধ্যাহ্নভোজ বিরতির পরপরই তরুণ এ ওপেনার ১৪২ বলে ৯ বাউন্ডারিতে ৫৮ রান করে সাজঘরে ফিরে গেছেন।
এর আগে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৯৭ রান।
আনন্দবাজার/টি এস পি